কোম্পানীগঞ্জে সূধী সামাবেশ অনুষ্ঠিত



 কোম্পানীগঞ্জে সূধী সামাবেশ অনুষ্ঠিত







ইমাম হোসেন খাঁনঃকোম্পানীগঞ্জ প্রতিনিধি।








নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজের আয়োজনে এইচএসসি (বিএম/ব্যবসায় ব্যবস্থাপনা এন্ড টেকনোলজী) শাখার কম্পিউটার, মানব সম্পদ উন্নয়ন,হিসাব রক্ষন এবং এইছএসসিতে  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি  সংক্রান্ত বিষয়ে সূধী সামাবেশ অনুষ্ঠিত




শনিবার সকাল ১১ টার সময় হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে সূধী সামাবেশ প্রস্তুুতি কমিটির আহবায়ক ও হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে
ও সিনিয়র প্রভাষক (ব্যবস্থাপনা) মুহাম্মদ শেখ সাদী ভূঁঞার
সঞ্চালনায় অনুষ্ঠিত সূধী সামাবেশে উপস্থিত ছিলেন চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির শাহাজাদা,প্রগতি ইন্ডাটির সাবেক জেনারেল ম্যানেজার সফি উল্যাহ,আমেরিকান প্রবাসী আবদুল মালেক খাঁন,চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দল হক,
কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী চৌধুরী,দপ্তর বিষয়ক সম্পাদক শাহ আবদুল আজিজ,পোষ্ট মাষ্টার আনোয়ার হোসেন সেলিম,চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার এনামুল হক হকসাব,হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজের প্রভাষক (ইংরেজি)মোঃ মোফাজ্জল হক মাহিন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল্লাহিল আমিন,সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক,
উপজেলা যুবলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন জন্টু,প্রচার সম্পাদক নুরুল আফছার আজাদ,চর হাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন চৌধুরী রুমন,সাধারণ সম্পাদক মো: হাসান আলী রাজু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ প্রমুখ।








Post a Comment

Previous Post Next Post