মুছাপুরে নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে নাগরিক সংবার্ধনা
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ৭ নং মুছাপুর ইউনিয়নে অবাধ , সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে,মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মেয়র।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাবর,সাধারণ সাধারণ সম্পাদক শেখ ফরিদ,৭ নং মুছাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী,চরহাজারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এজেড এম মহি উদ্দিন সোহাগ,নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ সভাপতি তাশিক মির্জা কাদের,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্না,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল প্রমূখ।
সংবার্ধনা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।