চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন মহি উদ্দিন সোহাগ
গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হলেন
চরহাজারী ইউনিয়নের ৩ বাররের সাবেক চেয়ারম্যান ও ২ বারের উপজেলা পরিষদেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মরহুম আবু ছায়েদ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান,চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবু মাঝির হাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ জেড এম মহি উদ্দিন সোহাগ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন।
মঙ্গলবার সকালে
ইউপির নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর ইসলাম।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে চরহাজারী ইউনিয়নে এ জেড এম মহি উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৬৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শাহ জাহান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪০০ ভোট।