দাগনভূঞায় সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুবার্ষিকী পালন
দাগনভূঞা প্রতিনিধি.
দাগনভূঞা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব সহ- সভাপতি এম এম রহমান সোহেলের পিতা মরহুম আবু তাহের মিয়ার ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম আবু তাহের মিয়ার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন আত্তার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, সভাপতি ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, প্রেস ক্লাবের সহ-সভাপতি মরহুম আবু তাহের মিয়ার সন্তান এম এম রহমান সোহেল, যুগ্ম সম্পাদক কাজী ইফতেখার, কোষাধ্যক্ষ মাওলানা ইউসুফ হারুনী, দপ্তর ও প্রচার সম্পাদক এটিএম আজহারুল হক ও সদস্য মোকাররম হোসেন প্রমুখ।
দোয়া-মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মাওলানা এম এ কুদ্দুস।