শান্তিরহাটে চেয়ারম্যান প্রার্থী সোহাগের আনারস মার্কার পথ সভা অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তিরহাটে ৩ নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী,চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবু মাঝির হাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ জেড এম মহি উদ্দিন সোহাগের আনারস মার্কার সমর্থনে পথ সভা অনুষ্ঠিত।
শুক্রবার বিকাল ৩ টার সময় শান্তিরহাট ঈদগাঁও ময়দানে
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির শাহাজাদার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী রুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সহ সভাপতি এসএম রফিক খাঁন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারী,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মদ চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,আমরিকান প্রবাসী,আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু,উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহাদাত উল্লাহ স্বাভাব,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান,ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক সাহের হোসেন প্রিপ্তী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য কালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য
চরহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী মহি উদ্দিন সোহাগকে আনারস মার্কায় ভোট দিয়ে
জয়যুক্ত করুন।আপনাদের এলাকার সকল উন্নয়নে দায়িত্ব আমি নিলাম।