৮হাজার ৫শ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ উদয় এইড ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা
ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীতে উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ৮হাজার ৫শ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
শুক্রবার সকালে এমসিকিউ পদ্ধতিতে একযোগে ১১টি পরীক্ষা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১১টি স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মামুনুর রশীদ মামুনের পুষ্ঠপোষকতায় ও আয়োজনে বৃত্তি পরীক্ষা কেন্দ্র সমূহে পরিদর্শন করেন, সহকারী এটর্নি জেনারেল (ডিএজি) এডভোকেট আবদুল কাদের ভুঁইয়া, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
পরীক্ষা পরিদর্শন শেষে উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন বলেন, “আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই আমাদের এ আয়োজন। আগামীতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”
উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
