কোম্পানীগঞ্জে ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের মিছিল ও গণসমাবেশ


 কোম্পানীগঞ্জে ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের মিছিল ও গণসমাবেশ




ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।





নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার, চরহাজারী, মুছাপুর ও রামপুর ইউনিয়নে মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকাগুলো। 


শুক্রবার দিনব্যাপী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম ও তার সমর্থনে নেতাকর্মীরাসহ  শান্তিরহাট, রংমালা বাজার, মালেক বাজার, মৌলভী বাজার, চৌধুরী বাজার, বাংলাবাজার এবং বামনী বাজারে নির্বাচনী মিছিল ও গণসমাবেশে অংশগ্রহণ করেন। 


এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা একরামুল হক মিলন মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান,  কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post