ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানে ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করুন


 ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানে ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করুন




ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।




নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানে ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন।






শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নোয়াখালীর  কবিরহাটে এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।




আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।




নির্বাচনি এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মো. ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এর জন্য আমার বাসায় মাছ-মাংস বা দধি নিতে হবে না। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।







কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনীয় জনসভায় বিশেষ বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। 

Post a Comment

Previous Post Next Post