কোম্পানীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়
ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পড়ালেখা মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক খোকনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন,সহকারী শিক্ষক মসফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরনবী বাবুল,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,হাজারীহাট আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম, চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নূর্মিন, চরহাজারী বিএনপি নেতা কামাল উদ্দিন, সাংবাদিক কামরুল হাসান রুবেল, নুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাই, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক।
উক্ত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক খোকনের পক্ষ থেকে ১০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
