বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বিএইচআরসি'র সভাপতির ব্যক্তিগত তহবিল হতে কর্মহীন দুঃস্থদের মাঝে চাল বিতরণ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বিএইচআরসি'র সভাপতির ব্যক্তিগত তহবিল হতে কর্মহীন দুঃস্থদের মাঝে চাল বিতরণ


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাগনভূঞা উপজেলা শাখা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন দাগনভূঞা শাখার সভাপতি মানবতাবাদী আবুল কায়েশ রিপনের ব্যক্তিগত তহবিল হতে পৌরসভার কিছু সংখ্যক কর্মহীন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে চাল বিতরণ করেছেন।

 বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে এ চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ভাষা শহীদ সালাম মোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন দাগনভূঞা শাখার সভাপতি মানবতাবাদী আবুল কায়েশ রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন দাগনভূঞা শাখার সহ-সভাপতি ও পৌরশাখার সভাপতি মাইনুল ইসলাম সোহেল,ভাষা শহীদ সালাম মোরিয়াল কলেজের পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন দাগনভূঞা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাগনভূঞা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মন্নান পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মানবতাবাদী আবুল কায়েশ রিপন তাঁর ব্যক্তিগত তহবিল প্রায়ই ২'শ হতদরিদ্র, দুঃস্থ ও কর্মহীন অসহায় জনসাধারণের মাঝে চাল বিতরণ করেন।

Post a Comment

Previous Post Next Post