চর হাজারীতে করােনা প্রতিরোধে জন সচেতনতা কর্মসূচি

করােনা প্রতিরোধে জন সচেতনতা  কর্মসূচি








ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ নোয়াখালী
নোবেল করোনা ভাইরাস থেকে  রক্ষা পেতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,করোনা প্রতিরোধ কমিটির উদ্দ্যােগে শান্তির  হাট এলাকার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে করনীয় কর্মসূচি পালন করে।
এলাকার মসজিদে মসজিদে সাবান ও 
মাক্স বিতরণ, জনসাধারণের মাঝে মাক্স বিতরণ,সচেতনতা মূল্যেক লিপলেট বিতরণ,প্রতিটি দোকানের সামনে সাবান, পানি রাখার ব্যবস্থা করন,এলাকা ব্যাপি মাইকিংকরেন সচেতন করন প্রচার করেন।
২৪ মার্চ মঙ্গলবারর সকাল ১০ঘটিকার সময় উপজেলার শান্তির হাট এলাকায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ বাহার খাঁন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন 
৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ খাঁন, সাধারন সম্পাদক আবুল কাশেম 
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাইন উদ্দিন আহমেদ বাবু, 
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু,

Post a Comment

Previous Post Next Post