কোম্পানীগঞ্জে সততা সংঘ সমাবেশ ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথপাঠ

কোম্পানীগঞ্জে  সততা সংঘ সমাবেশ ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথপাঠ



কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'(দুপ্রক)'র আয়োজনে শনিবার (৭ মার্চ ) সকাল ১০ টায় উপজেলার চরএলাহী ইউনিয়নে চরএলাহী উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের এ শপথপাঠ ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন,দুপ্রক সদস্য নুরুল করিম শাহজাহান, আশ্রাফুল আলম লিংকন, ডাক্তার ইবরাহীম সিরাজী, মোহাম্মদ সোহেল, আজিজুর রহমান টিপু, মোহাম্মদ রিপন,নুর উদ্দিন মুরাদ,মোহাম্মদ হেলাল আরেফিন,মো.আলা উদ্দিন প্রমুখ।

সততা সংঘের সমাবেশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি( দুপ্রক) সম্পাদক তাজ উদ্দিন শাহীন বলেন, তোমরা সকল শিক্ষার্থীরা হলে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত। সমাজ থেকে দুর্নীতি রুখতে হলে সবাইকে সচেতন হতে হবে। তোমরা কাউকে দুর্নীতি করতে দেখলে তাঁর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে সততা সংঘের মাধ্যমে। তোমাদের সকলের সচেতনতা ও সাহসী ভূমিকার মধ্য দিয়ে সুন্দর একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।

প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, তোমরা যে কেউ অন্যায় দেখবে, তা নিজ হাতে প্রতিরোধ করবে। প্রতিরোধ করা অসম্ভব হলে মুখে প্রতিবাদ করবে। মুখে প্রতিবাদ করাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর থেকে ঘৃণা করবে।

এসময় দুপ্রক সাধারন সম্পাদক শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথপাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Post a Comment

Previous Post Next Post