চর হাজারীতে সেচ্ছাসেবকলীগের ত্রান বিতরণ

চর হাজারীতে সেচ্ছাসেবকলীগের  ত্রান বিতরণ



ইমাম হোসেন খাঁনঃকোম্পানীগঞ্জ নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে খেটে খাওয়া মানুষের কর্ম বন্ধ থাকায় চর হাজারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উদ্যোগে চর হাজারীর বিভিন্ন এলাকায় বেকার মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
৩১ মার্চ মঙ্গলবার সকালে চর হাজারী ইউনিয়নের হাজারী হাটে এই বিতরণ
কার্যক্রম শুরু করা হয়।
পরে এলাকার বিভিন্ন জায়গায় এ কার্যক্রম চলে।
এসময় উপস্থিত ছিলেন চর হাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, চর হাজারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল খায়ের সবুজ, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন প্রমূখ।
চেয়ারম্যান মোঃ নুরুল হুদা বলেন আমার এলাকার কর্মহীন একটা লোক যেন বাদ না পড়ে কেউ যেন না খেয়ে থাকতে হয় সে দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন।
এলাকাতে যতো বিত্তবান মানুষ আছেন আপনারা সবাই এগিয়ে আসুন।

Post a Comment

Previous Post Next Post