চরহাজারী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতার উদ্দ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটেজার বিতরণ

চরহাজারী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতার উদ্দ্যোগে মাস্ক ও  হ্যান্ড স্যানিটেজার বিতরণ



করোনা ভাইরাস প্রতিরোধে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতার ব্যক্তি গত উদ্দ্যোগে
এলাকার বিভিন্ন জায়গায় মাস্ক আর হ্যান্ড স্যানিটেজার বিতরণ করেন।

২৮ মার্চ শনিবার চর হাজারী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগেরর যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজুর  উদ্দ্যােগে চর হাজারীর বিভিন্ন এলাকার শান্তিরহাট হাজারিহাট আবু মাঝিরহাট সহ মহল্লায় ও মসজিদ গুলোতে মাস্ক আর হ্যান্ড স্যানিটেজার বিতরন করা হয়।

Post a Comment

Previous Post Next Post